কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে সয়াবিন তেলের সংকট কাটাতে উৎপাদন ও সরবরাহকারী কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জেলা প্রশাসক। বৈঠকে কোম্পানির প্রতিনিধিরা জানান- তেল পর্যাপ্ত রয়েছে। তবে সিলেটে তেলের সংকটের কারণ পরিবহন।
এসময় তাদের বিকল্প পরিবহন ব্যবস্থায় সিলেট তেল সরবরাহ করার পরামর্শ দিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এছাড়া অন্যান্য পণ্য কেনার শর্তে সিলেটের আর সয়াবিন বিক্রি করা হবে না বলে প্রতিনিধিরা জেলা প্রশাসককে আশ্বাস প্রদান করেন বৈঠকে।
রোববার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কওমি কণ্ঠকে বলেন- কোম্পানির প্রতিনিধিরা জানিয়েছেন, বসুন্ধরা ও এস আলম গ্রুপসহ ৫টি কোম্পানি সয়াবিন তেলের উৎপাদন বন্ধ রাখায় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছিলো। তবে বাকি কোম্পানিগুলো তা পুষিয়ে নিয়েছে। আর সিলেটে পরিবহন সংকটে এখনো তেলের স্বল্পতা বিরাজ করছে। কোম্পানির প্রতিনিধিরা বলছেন- পরিবহনের জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। আগে ঢাকা থেকে পাথর নিতে আসা খালি ট্রাক দিয়ে সিলেটে তেল সরবরাহ করা হতো। কিন্তু এখন আর খালি ট্রাক পাওয়া যাচ্ছে না।
ডিসি বলেন- কোম্পানিগুলোকে বিকল্প পরিবহন ব্যবস্থায় সিলেটে তেল সরবরাহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আজ থেকে অন্যান্য পণ্য কেনার শর্তে সিলেটে সয়াবিন বিক্রি করা হবে না বলে প্রতিনিধিরা আশ্বাস প্রদান করেছেন।