কওমি কণ্ঠ ডেস্ক :
কাউকে বিনা তদন্তে পাইকারি হারে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত (মহাপরিদর্শক) আইজিপি বাহারুল আলম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা অনেক নির্দোষ ব্যক্তিকে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। মামলায় নাম কাটানোর নাম করে একটি প্রভাবশালী মহল চাঁদাবাজি করছে।’
তিনি আরও বলেন, ‘যদি আপনি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে আমরা বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না। নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে এটা আইনেও নেই। মামলার ঘটনার সাথে জড়িত না থাকলে গ্রেপ্তার করা হবে না।’