৩ ছিনতাইকারী গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকালে মহানগরের মিরাবাজার থেকে এ তিনজনকে কোতোয়ালি থানাপুলিশ গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম (৬০), মো. শামীম আহমদ কবির (৫৪) ও মো. জীবন আহমদ (২৩)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান-  রোববার (৯ মার্চ) আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।