কওমি কণ্ঠ রিপোর্টার :
সবে চৈত্র মাসের শুরু। তবে এইর মাঝে সিলেটজুড়ে শুরু হয়েছে ঝড়-শিলা-বৃষ্টি। শনিবার দিবাগত (১৬ মার্চ) সাড়ে ১২টা ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হয়েছে। এতে গাছ-পালা ভেঙে পড়েছে, বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৬৭.৬ মিলিমিটার।
জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আঘাত হানে কালবৈশাখী ঝড়। ভোর পর্যন্ত থেমে থেমে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তাঘাটে পড়েছে। এছাড়াও ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।