কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কানাইঘাটের পর এবার গোয়াইনঘাটে হত্যাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজাররে পাশ থেকে সাহেল শাহরিয়ার নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাহেল উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ দুপুর ১২টার দিকে কওমি কণ্ঠকে বলেন- রাধানগর বাজারের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হবে।
তিনি বলেন- কী কারণে বা কারা খুন করেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে সোমবার (১৭ মার্চ) ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে খালোপাড় গ্রামে রশিদ আহমদ (২৮) নামে এক কাতার প্রবাসী হত্যার ঘটনা ঘটে। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন।
রশিদ আহমদ ওই গ্রামের আনা মিয়ার ছেলে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হত্যাকারীদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুদের ঝগড়া নিয়ে রশিদ আহমদের বোনের স্বামী সালেহ আহমদের পরিবারের লোকজনের সঙ্গে তার (সালেহ) প্রতিবেশী মাহমুদ হোসেনের পরিবারের লোকজনের ঝগড়া হয়। পরে স্থানীয় মুরুব্বিয়ানরা বসে দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসা করে দেন। কিন্তু মাহমুদ হোসেনের স্ত্রী পাখি বেগম ও তার ছেলে সাজু আহমদ, রাজু আহমদ, পারজু আহমদ সালিশ বিচার না মেনে রোববার রাতে সালেহের বাড়িতে হামলা চালান ।
এ খবর পেয়ে সালেহের সম্বন্ধী কাতার প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়া বোনের বাড়িতে গিয়ে ভগিনীপতি সালেহ আহমদকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় রাজু আহমদ, সাজু আহমদ, পারজু আহমদ ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রশিদ আহমদ ও তার বড় ভাই রাজা মিয়ার উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হলে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে প্রবাসী রশিদ আহমদ মারা যান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মঙ্গলবার দুপুরে কওমি কণ্ঠকে জানান- এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা পলাতক।
এ ঘটনার আগে ১০ মার্চ কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।