নিখোঁজ ৬ জনের শেষ অবস্থান নিয়ে যা বলছে পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

কাজের সন্ধানে সিলেটের জকিগঞ্জ থেকে গিয়ে কক্সবাজারে নিখোঁজ হওয়া ছয়জনের বিষয়ে সর্বশেষ পুলিশ বলছে- দুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান টেকনাফের রাজারছড়া এলাকা দেখাচ্ছে।

এই খবরে নিখোঁজ ৬ জনের পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে।  কারণ- টেকনাফের রাজারছড়া মানবপাচার ও অপহরণকারীদের মূল আস্তানা। তাই নিখোঁজদের মানবপাচার ও অপহরণকারী চক্রের ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে।

কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয়জন পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, চট্টগ্রামের এক রাজমিস্ত্রি ঠিকাদারের মাধ্যমে তারা কক্সবাজারে গিয়েছিলেন। এখন ওই ঠিকাদার এবং তার সহযোগীর ফোনও বন্ধ।

নিখোঁজরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮) , শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২),খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)।

এর আগে চট্রগ্রামের বিভিন্ন এলাকায় তারা সবাই রাজমিস্ত্রীর কাজ করেছেন বলে তাদের পরিবার জানিয়েছে।

সর্বশেষ গত ১৫ এপ্রিল বিকেলে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ১৬ এপ্রিল সন্ধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, তারা কক্সবাজার পৌঁছেছেন। এরপর থেকে সবার মোবাইল ফোন বন্ধ।

পুলিশ বলছে- তাদের সবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সর্বশেষ নিখোঁজদের মধ্যে দুজনের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান টেকনাফের রাজারছড়া এলাকা দেখাচ্ছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার (২২ এপ্রিল) কওমি কণ্ঠকে বলেন- আমরা এই ৬ জনের পরিবারকে সর্বাত্মক সহায়তা করছি। তাদের দুজনের লোকেশন টেকনাফের রাজারছড়া গ্রামে পাওয়া যাচ্ছে। তাই সেখানকার থানাপুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন- ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমরাও তাদের লোকেশন রাজারছড়া এলাকা পাচ্ছি। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেননা এসব এলাকায় অপহরণ ও মানবপাচার চক্রের আনাগোনা বেশি।