কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আশপাশ এলাকা এবং বিজিবি দপ্তরসহ আশপাশ এলাকায় আগামী শনিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী।
তিনি জানান- জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উল্লিখিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।