ইবিতে আরবি ভাষা দিবস পালিত

কওমি কণ্ঠ ডেস্ক :


নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

দুপুর ২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপউপাচার্য ড. এম. এয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মোত্তালিব। অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনসহ এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।