সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল টিম সোমবার (১৪ জুলাই) রাত ও মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে এসব অভিযান চালায়। 

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকার ভারতীয় শাড়ি, ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল ও মাদকদ্রব্য জব্দ করে।

এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।