কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করে শাহপরাণ থানাপুলিশ। এর আগে বুধবার সকালে মহানগরের আরামবাগ এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)-কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। পরে বুধবার ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করেন।
খবর পেয়ে নিশাতের বাবার বাড়ির আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত দেখতে পান। এসময় তারা দেখেন- মৃহদেহের কপাল, গলা, দুই হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন এবং কালচে জখম রয়েছে।
এসময় নিশাতের বাবার বাড়ির লোকজনকে তিনি আত্মহত্যা করেছেন মর্মে ভুল বুঝান সুমন।
খবর পেয়ে বুধবার সকালে শাহপরাণ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধা করে। পরবর্তীতে স্বামী সুমনের আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে আটক করে।
এদিকে, নিশাতের মৃত্যুর ঘটনায় তার পরিবারে পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সে মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সুমনকে আদালতে প্রেরণ করা হবে।
তবে সফি আহমদ চৌধুরী সুমন কী কারণে স্ত্রীকে মারধর করেছেন সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে বলেন- গ্রেফতারকৃত আসামিকে এখনো জিজ্ঞাসাবাদ বলছে।