সিলেটে পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

কওমি কণ্ঠ রিপোর্টার : 

পতিত আওয়ামী সরকারের আমলে সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (২৭ জুলাই) সকালে বিষ্ফোরক ও ভাঙচুরের মামলায় আদালতে জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (১ম)- এর বিচারক শরীফুল হক এ দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে কদমতলি টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সেলিম আহমদ ফলিককে ১নং ও রুনু মিয়াকে ২নং আসামি করা হয়। এতদিন তারা পলাতক ছিলেন। অবশেষে তারা আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

কদমতলি টার্মিনালে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছিলেন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি ময়নুল ইসলাম।