এনইইউবি-তে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা সম্পন্ন

কওমি কণ্ঠ ডেস্ক :

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে সিলেট বিভাগের সকল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে জুনিয়র আইইউপিসি (আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী এ প্রতিযোগিতা এনইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এতে সিলেট বিভাগের ৭টি বিশ্ববিদ্যালয় ও ২টি কলেজের ২৫ টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি। কলেজ দুটি ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনইইউবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আহবায়ক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহকারি অধ্যাপক শাহাদাৎ হোসেন পারভেজসহ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য শিক্ষকগণ। এই প্রতিযোগিতার সার্বিক সহায়তায় ছিলো এনইইউবি সিএসই সোসাইটি। 

তিন ঘণ্টা ব্যাপী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাস্ট হেডলক (SUST_Headlock) দল,  রানার্স আপ হয়েছে লিডিং ইউনিভার্সিটির এলইউ  বিলিভার্স LU_Believers দল।

বিকাল তিনটায় এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত  হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইইউবি’র সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আহবায়ক সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে পুরষ্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্ত্যব্যে অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী প্রতিযোগী শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রার অভ‚তপূর্ব এই সময়ে অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সর্ম্পকে আমাদের  যেমন জানতে হবে তেমনি এ বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহনেও  গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল বলেন, শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এই প্রতিযোগিতা একটি সময়োপযোগী আয়োজন। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী হয়ে উঠবে।

তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারীদের প্রতি অভিনন্দন জানান।