জৈন্তাপুরে ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

  • প্রায় ২৮ হাজার ঘনফুট বালুও উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে অভিযান চালিয়ে আনুমানিক ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার রাংপানি নদীতে লুটের পাথর পুনঃস্থাপন করা হয়েছে। 

এসময় জব্দকৃত প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। 

জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে চোরাকারবারিরা এসব পাথর ও বালু নিয়ে এসেছিলো।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।