কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারি মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পূর্ব মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মোশাররফ মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুরের হরমুজ আলী ছেলে।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, বুধবার সকালে নিজ বাড়িতে মোশাররফ মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে অসাবধানাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    