কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন সুবিদবাজার এলাকার বনকলাপাড়ায় আজমান আহমদ (২০) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
আজমান বনকলাপাড়ার রাশেদ আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তথ্য মিলেছে- পরীক্ষায় ফেল করার খবর পেয়ে ওই স্কুলছাত্র শয়নকক্ষের সিলিংক ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয় পুলিশে খবর দিলে বিকাল ৫টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।