আফগানে বিদ্যুৎমন্ত্রীর সাথে বাংলাদেশের আলেম দলের বৈঠক

কওমি কণ্ঠ রিপোর্টার :

আফগানিস্তানের পানি ও বিদ্যুৎ মন্ত্রীর সাথে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠানিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ইমারাতে ইসলামিয়া (আফগানিস্তানের মন্ত্রিপরিষদ)-এর সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎমন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুর-এর সাথে এ বৈঠক করেন সে দেশে সফরে থাকা বাংলাদেশি আলেম প্রতিনিধি দল।

উল্লেখ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের তত্ত্বাবধানে এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছেন।

সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠক করেন।

সেই ধারাবাহিকতায় আজকের পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের বৈঠকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ধর্মীয় সংলাপ, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলো অগ্রাধিকার পায়।

প্রসঙ্গত: সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পাঠানো দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে সংকট মোকাবিলায় জরুরি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন—মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী।