কওমি কণ্ঠ রিপোর্টার :
চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।
এর আগে সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
মোগলাবাজারে এ দুর্ঘটনার ফলে সিলেট স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল পৌনে ৭টায়।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে মোগলাবাজারের দুর্ঘটনার ফলে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে যোগাযোগ স্বাভাবিক হলে এই দুটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায়।