সিলেট সীমান্তে ভারতীয় অবৈধ গরুর বড় চালান জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এসব অভিযান চালায়।  

অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চালান জব্দ করেছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ জানান- তাদের দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে।

এছাড়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মহিষ জব্দ করেছে। 

এসব গরু ও মহিষের মূল্য ৩ কোটি টাকা টাকা বলে জানিয়েছে বিজিবি।