কওমি কণ্ঠ রিপোর্টার :
উন্নয়নে বৈষম্যের কারণে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এর অংশ হিসেবে আজ সিলেটবাসীকে সঙ্গে নিয়ে মহানগরে অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি।
রবিবার (২ নভেম্বর) মহানগরের সিটে পয়েন্ট এলাকায় এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বিকাল পর্যন্ত এই কর্মসূচি খেলবে বলে জানা গেছে।
কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন- সিলেটের সঙ্গে উন্নয়ন নিয়ে চরম বৈষম্য করা হচ্ছে। এর প্রতিবাদে আজ আমরা রাজপথ দখলে নিলাম। সরকারের যৌক্তিক জবাব না পাওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছাড়বো না।
তাঁর বক্তব্যের পর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন বক্তব্য রাখছেন। পাশাপাশি অবস্থান কর্মসূচিতে বাড়ছে বিক্ষুব্ধ সিলেটবাসীর সংখ্যা।
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এ কর্মসূচির ডাক দেন আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। সিলেট অঞ্চলের ন্যায্য দাবি আদায়ে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।
এদিকে আজকের কর্মসূচি সফলের লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মশাল ও সভা করেছেন আরিফুল হক চৌধুরী। হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সভা।