কওমি কণ্ঠ রিপোর্টার :
দেশের বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সিলেটে ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি আত্মহত্যা ও দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।
আত্মহত্যা :
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লা ২৫/৩ এলাকার ৮৭/১ নং বাসা থেকে তোফায়েল আহমদ (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বাসার আব্দুল লতিফের ছেলে। মঙ্গলবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এ বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বসতঘরের ফ্যানের সঙ্গে তোফায়েল আহমদের দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনা :
সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন এবং দুপুর ১২টার দিকে হরিপুর ৭ নম্বর কূপের সামনে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. জিহাদ নামে একজনের মৃত্যু হয়েছে। জিহাদ (২০) নারায়ানগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। তিনি এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জাফলং যাচ্ছিল এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি যাত্রীবাহী বাস। হেমু করিচর ব্রিজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়া ট্রান্সপোর্টের বাসের সঙ্গে ধাক্কা খেলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের হেলপার নিহত হন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর ৭নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার সময় জৈন্তাপুর থানাধীন সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কুপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাস গাড়িটি রাস্তার পাশে চা দোকানের বসা ৭ নম্বর কুপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দুইজন গুরতর আহত হয়েছেন।
আহতদের ওসমনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিন্দাবাজােরে অজ্ঞাত লাশ :
সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার পাঁচপীরের মাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টাার দিকে স্থানীয়রা পাঁচ পীরের মাজারের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান- লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্বাভাবিকভাবেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।