মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও আল খলীল কুরআন শিক্ষাবোর্ডের আন্তর্জাতিক কেরাত সম্মেলন সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অত্র জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদী।
তিনি তার বক্তব্যে বলেন, ‘‘ঐক্য মুসলমানদের বড় শক্তি। মুসলিম উম্মাহকে বিভক্তির পথ পরিহার করে ইসলামের পক্ষে এক হতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না।
ইসলামকে শক্তিশালী করতে আমাদের অহংকার, গর্ব এবং হিংসা পরিহার করে পীর-ওলামাদের নেতৃত্বে একত্রিত হতে হবে।’ জামিয়ার বিশাল ময়দানে আয়োজিত এই সম্মেলনে কোরআন তিলাওয়াত, হাদিসের বাণী ও ইসলাহী বয়ান শোনার জন্য দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লি অংশ নেন।
সম্মেলনে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ভৈরবগঞ্জ বাজারের মহাসড়ক অবরুদ্ধ হয়ে যায় আগত মুসল্লিদের শত শত গাড়ির কারণে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক টিম মাঠে তৎপর ছিল। জরুরি চিকিৎসা সেবা দিতে ছিল অস্থায়ী ফ্রী মেডিকেল ক্যাম্প।
এই ইসলাহী সম্মেলনে সভাপতিত্ব করেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান বর্ণভী।
সম্মেলনে বয়ান পেশ করেন- আওলাদে রাসুল আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী, ভারত, আমীরে আন্জুমানে হেফাজতে ইসলাম মুফতী রশীদুর রহমান ফারুক বর্ণভী, প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, হাফিজ মাওলানা ওলিউর রহমান বর্ণভী, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী, বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী জসীম উদ্দীন, মুফতী হাবীবুল্লাহ মাহমুূদ কাসেমী,মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশীসহ অর্ধশতাধিক দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ। এছাড়াও মৌলভীবাজারের মান্যবর জেলা প্রশাসক জনাব ইসরাঈল হোসেন সুভেচ্ছা বক্তব্য রাখেন।
সম্মেলনে আখেরি মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব বরুণা।
সম্মেলন উপলক্ষে জামিয়ার প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হয় বার্ষিক আল আলম (বাংলা ও আরবি) ম্যাগাজিন, মাদানী নেসাবের পক্ষ থেকে শিশির নামক আরবি-বাংলা বাংলা বিশেষ প্রকাশনা সহ জামিয়ার সংক্ষিপ্ত পরিচিতি ও ফলাফল সম্বলিত বই। এছাড়া আল খলিল কুরআন শিক্ষাবোর্ডের ফলাফল গেজেটও ছাপানো হয়।
বিগত ২০২২/২৩ সালে টাইটেল, ইফতা, আদব ও হিফজ সম্পন্নকারী ছাত্রদেরকে দস্তারে ফযীলত (পাগড়ী) প্রদান করা হয়।
বিশেষ আয়োজন হিসেবে, জামিয়ার ছাত্ররা আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ এবং অন্যান্য সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়, যা সম্মেলনে আগত মুসল্লিদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
মাদরাসার ছাত্র-শিক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সু-ব্যবস্থা ছিল উল্লেখযোগ্য।
পূর্বের দিন (২ জানুয়ারি) তানজানিয়ার বিশ্বখাত ক্বারী ঈদী শাবানসহ মিশর, ইংল্যান্ড, আফ্রিকা ও বাংলাদেশের বরেণ্য ক্বারী সাহেবগণ হৃদয়গ্রাহী তিলাওয়াত পরিবেশন করেন।