কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কওমি কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (কনফিডেনসিয়াল শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান- প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক থাকায় উপদেষ্টা ড. আসিফ নজরুল সিলেটের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
শনিবার সকাল ১০টায় প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে বেলা ১১টায় মহানগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে সফল প্রবাসী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এর আগে ১৭ নভেম্বর ছয়টি ক্যাটাগরিতে প্রবাসীদের আবেদন আহ্বান করা হয়। ক্যাটারিগুলো হলো- সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের ১১টি দেশে অবস্থানরত প্রায় ছয়শ প্রবাসী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে আজ আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত অতিথিরা প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।