কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- মাতৃভূমি আজ মাতৃহীন। তবে আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেও তাঁর আদর্শের কখনো মৃত্যু হবে না। সেই আদর্শকে আমাদের চিরদিন বুকে ধারণ করে রাখতে হবে এবং তাঁর নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক জীবন পরিচালনা করতে হবে।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বিয়ানীবাজার পৌরসদরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা দিকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ছুটে যান জেলা বিএনপির উপদেষ্টা, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক- সদ্য মা-হারানো হেলাল উদ্দিনের বাড়িতে। সেখানে গিয়ে তিনি মরহুমার পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাযার নামাজে অংশগ্রহণের জন্য সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।