সিলেটে এলপিজি সংকট, দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে অসাধুরা

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটে তীব্র এলপিজি সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে- কোথাও কোথাও দ্বিগুণ দামে- গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। আবার কিছু এলাকায় অতিরিক্ত দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, খুচরা পর্যায়ের কিছু বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করছেন। নির্ধারিত দামে সিলিন্ডার সরবরাহ না করে মজুত রেখে পরে বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এতে করে রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একাংশের দাবি, আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থায় জটিলতা ও পরিবহন ব্যয়ের কারণে সংকট তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সংকটের কোনো বাস্তব কারণ নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও জ্বালানি বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত দামে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে সিলেটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে ভোক্তা অধিকারের বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করে সিলেটের পীর মহল্লা এলাকার বাসিন্দা জুনেদ আহমেদ জানান, সুবিদবাজার, আম্বরখানা ও পাঠানটুলা এলাকার দোকানগুলোতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮শ থেকে ২২শ টাকা চাওয়া হচ্ছে, ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান হবে বলে জানায়।

জুনেদ আহমেদ বলেন, ‘ ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা- সরকার নির্ধারিত মূল্যের কথা বললে, ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে নিয়ে আসতে বলে। আর ভোক্তা অধিকারে জানাতে গেলে, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও তাদের ফোনে কল ঢুকানো যায় না।’ এলপিজির বাজারে অরাজকতা চলছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

এদিকে দ্রুত সংকট নিরসন ও নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন সিলেটের সাধারণ গ্রাহকরা।


(মূল রিপোর্ট : ইমজা নিউজ)