কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের কানাইঘাটে নেশার টাকা না পেয়ে আপন দাদিকে ঘুমের মধ্যে হত্যার অভিযোগ ওঠেছে মাদকাশক্ত নাতির বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) গভীররাতে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক নাতি আব্দুস ছামাদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত আমিরুন বিবি হারি’র মাথায় রক্তাক্ত আঘাত রয়েছে। আব্দুস ছামাদ ধারালো কোন অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস ছামাদ কালিনগর ধর্মটিলা গ্রামের আকমল হোসেনের পুত্র। সে দীর্ঘদিন থেকে ইয়াবা আসক্ত ছিল। আব্দুস ছামাদের বাবা আকমল হোসেন তার স্ত্রীকে নিয়ে বিয়ানীবাজার উপজেলার এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন। মঙ্গলবার রাতে আব্দুস ছামাদ নেশা করার জন্য দাদী আমিরুন নেছা হারির কাছে টাকা চেয়েছিল। দাদী টাকা না দেওয়ার কারনে সে ক্ষিপ্ত হয়ে এক সময় দাদীর বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় মাথায় ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
ঘটনার পরদিন মঙ্গলবার সকালে বাড়ির আশপাশের লোকজন আমিরুন নেছা হারির কোন সাড়া শব্দ না পেয়ে বসত ঘরে প্রবেশ করে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এসময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাতি আব্দুস ছামাদকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দাদীকে হত্যার ঘটনায় আব্দুস ছামাদকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(মূল রিপোর্ট : সিলেটভয়েস)