আলিয়া মাঠে জনসমুদ্র

কওমি কণ্ঠ রিপোর্টার :

রাত থেকেই ছিলেন হাজার হাজার মানুষ, আর ভোরের আলো ফোটার পর থেকেই সিলেটের আলিয়া মাদরাসা মাঠের দিকে আসা শুরু জনশ্রুত। 

সকাল ৯টার আগেই জনসমুদ্রে পরিণত হয় পুরো আলিয়া মাঠ। 

আজ বৃহস্পতিবা (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়াম্যান, ১৮ বছর নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান। 

২১ বছর পর সিলেটে এসেছেন তিনি। বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানযোগে সিলেট এসে পৌঁছেন। সিলেটে এসেই হযরত শাহজালাল ও শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত করেন। 

পরে শ্বশুর বাড়ি অর্থাৎ- দক্ষিণ সুরমার সিলামে স্ত্রী ডা. জুবাইদা রহমানের বাবার বাড়িতে যান এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। 

সিলেট সফরে তারেক রহমানের সাথে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী।

এছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন-  সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, মো. কামাল উদ্দীন ও এএনএম মনোয়ারুল করিম।

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আয়োজিত পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে আয়োজিত সভায় বক্তব্য দেবেন।  

এদিকে, তারেক রহমানের জনসভা ঘিরে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থামূলক প্রস্তুতি নিয়ে আগেই রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের পুলিশের নজরদারি রয়েছে। সেই সাথে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।