বক্তব্যের শুরুতেই ইলিয়াস-জুনেদ-দিনারকে স্মরণ করলেন তারেক রহমান

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বিএনপি প্রধান তারেক রহমান ইলিয়াস আলী, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইফতেখার আহমেদ দিনারকে স্মরণ করেছেন। 

তিনি বলেন- এরাসহ অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণের জীবন এবং রক্তের বিনিময়ে আমরা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা গত ১৫ বছরের কালো সময়কে বদলে দিতে চাই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় তিনি বক্তব্য দিতে শুরু করেন।