নারীদের অলংকার


জিজ্ঞাসা: ১. ইমিটেশনের হাকিকত কী? ইমিটেশনের অলংকার আংটি, চুড়ি, চেইন ইত্যাদি নারীদের জন্য বৈধ বলা হয় এবং নারীরা ব্যাপকভাবে ব্যবহারও করে। অথচ লোহা, পিতল, তামা ইত্যাদি ধাতু দিয়ে তৈরি আংটি পরিধান করা নারীদের জন্যও বৈধ নয়। ইমিটেশনও তো এসকল ধাতু দিয়ে তৈরি। তাহলে আসল ফরকটা কোথায়?

২. এলার্জির জন্য পিতলের তৈরি আংটি ব্যবহার করা জায়েয আছে কি ?

নিবেদক, মুফতি শুয়াইব কাসেমী, কালিয়াকৈর, গাজিপুর।

জবাব: ১. ইমিটেশন মূলত তামা, পিতল ও ব্রোঞ্জ ইত্যাদির মিশ্রণে তৈরী এক প্রকারের অলংকার। যার মধ্যে বিভিন্ন কেমিক্যাল প্রক্রিয়াজাত করে সোনালি কালারের প্রলেপ দেওয়া হয়। আর নিরেট লোহা, তামা কিংবা পিতলের আংটি ইত্যাদি মেয়েদের জন্য ব্যবহার করা নিষেধ হলেও এসবের ওপর যদি অন্য কোনো কিছুর  প্রলেপ থাকে তাহলে তা ব্যবহার করা যাবে। সেমতে নারীদের জন্য সোনা-রুপা ছাড়াও সাজ-সজ্জা হিসাবে লোহা, পিতল, তামা, কাচ-হীরা ইত্যাদি ধাতু দ্বারা তৈরী অলংকার পরিধান করা বৈধ।

২. এলার্জির অযুহাতে নিরেট পিতলের আংটি ব্যবহার করা বৈধ নয়। তবে তার উপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে নারী-পুরুষ উভয়ে ব্যবহার করতে পারবে। আর স্বর্ণের প্রলেপ থাকলে শুধু নারীদের জন্য বৈধ হবে।

দেখুনঃ (আবু দাঊদ-৪/৯০; এ’লাউস সুনান-১৭/৩১২; মুসান্নাফে ইবনে আবী শায়বাহ-৫/১৯৪; হেদায়া-৪/৩৬৭; শামী-৬/৩৫৬; আল-মুহীতুল বুরহানী-৫/৩৪৯; ইমদাদুল ফাতাওয়া-৪/১৩৫; মাহমুদিয়া-১৪/৪২১)