শাবিতে সেমিনার অনুষ্ঠিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে ‘বিজনেস ডাটা সায়েন্স অ্যান্ড অ্যাডভান্সড ফিনটেক ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) শাবিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবি ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল এবং ড. আশরাফুল ফেরদৌস চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্রের Martin Tuchman স্কুল অব ম্যানেজমেন্ট, নিউ জার্সি ইনস্টিটিউট এন্ড টেকনোলজি-এর সহকারী অধ্যাপক ড. আজিম উদ্দিন।

তিনি অধ্যয়নরত শিক্ষার্থীদের ডাটা সায়েন্স শেখা ও উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে এর গুরুত্ব নিয়ে গাইডলাইন প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য ড. সাজেদুল করিম তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ও ভবিষ্যৎ পৃথিবীতে ডাটা সায়েন্স ও ফিনটেক ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট বিজনেস ক্লাব এর ১ম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অর্ণব পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিমুল হক।