কওমি কণ্ঠ রিপোর্টার :
মৌলভীবাজারের কমলগঞ্জে দেবরের হাতে এক ভাবি খুন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পান দোকানে ঢুকে বড় ভাবি কারিমা বেগমকে (৪২) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন মঞ্জুর মিয়া নামের দেবর। পরে স্থানীয়রা কারিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারিমা পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী। আর মর্তুর আপন ছোট ভাই মঞ্জু।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- লাশে ময়না তদন্ত হবে। অভিযুক্ত দেবরকে আটকের চেষ্টা করছে পুলিশ।