কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শর করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিলেট মহানগর নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর তাঁরা ঘটনাস্থলে যান। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি), সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, প্রভাষক বুরহান উদ্দিন, হাফিজ ওলিউর রহমান সাদিক, রুহুল আলম মোল্লা ও রনি ঢালী প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৩টার দিকে চাঁদনীঘাটের ঝালোপাড়া এলাকায় কয়েকটি গাড়ির পার্টসের দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।