ইজতেমা মাঠে হা ম লা, আ হ ত মুসল্লির মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিতে মাওলানা জোবায়ের বা মূলপন্থীদের হামলায় আহত এক মুসল্লির ১ মাস ১০ দিন পর মৃত্যু হয়েছে। গত ১৮ ডিসেম্বর রাতে এ হামলার ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। সোমবার দিবাগত (২৮ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর থেকে মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। বাবার নাম ছবির উদ্দিন। মিজানুর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।


১৮ ডিসেম্বর রাতের হামলায় আগে ৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ৫ শ মুসল্লি।

মিজানুরকে নিয়ে এই সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হলো।

মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।