সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেফতার ৫

কওমি কণ্ঠ রিপোর্টার :

অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

আজম খান মোগলাবাজার থানার পাঠানপাড়া এলাকার খান বাড়ির বাসিন্দা। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পালন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বও। 

গ্রেফতারকৃত বাকি ৪ জন হলেন- সিলেট মহানগরের বারুতখানার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।