ছাতকে অপারেশন ডেলিভ হান্টে দুজন গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার, ছাতক (সুনামগঞ্জ) :

সুনামগঞ্জ জেলার ছাতকে অপারেশন ডেভিল হান্টে দুজন গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও ছাতক উপজেলার মুক্তিরগাও গ্রামের শরিফ আহমেদের ছেলে তাশরীফ হোসেন (২৪) এবং ছাতকের নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের রংপুর গ্রামের ছক্কু মিয়ার ছেলে জমশেদ আলী। 

গ্রেফতারের বিষয়টি নিশ্বিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।