গভীর রাতে এক বাড়িতে কয়েক শ মানুষের হা ম লা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুরে গভীর রাতে এক বাড়িতে কয়েক শ মানুষ হামলা করে কয়েকজনকে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে বলতে দেখা যায়- কেন্দ্রী গ্রামের একটি বাড়িতে ঘুমন্তদের উপর হামলা করেন স্থানীয় মতিন ও তার সহযোগিরা। কয়েক শ মানুষ করে এ বাড়ির কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এসময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটও চালানো হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কওমি কণ্ঠকে বলেন- খবর পেয়েই আমাদের টিম ঘটনাস্থলে যায় এবং পরে হাসপাতালে যায়। এখন দুজন হাসপাতালে ভর্তি আছেন। বিস্তারিত এখনো জানতে পারিনি। জানার চেষ্টা করছি এবং আমাদের কাছে অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।