কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের বিভিন্ন স্থান থেকে ৪৮ ঘণ্টায় ৮ জন চিহ্নিত ছিনতাকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।
বৃহস্পতিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে এক বার্তায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- -কুমিল্লা জেলার লাকসাম থানার হাটিরপার (উত্তরপাড়া) গ্রামের মো. মহরম আলীর ছেলে মো. রুমেল হোসেন (২১), একই থানার আমদুয়ার (কাজী বাড়ী) গ্রামের আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের কুটি মিয়ার ছেলে পারভেজ আহমদ পাবেল (২২), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছাতারপাই গ্রামের মকদ্দস আলীর ছেলে শরীফ (২৭), -সিলেটের মোগলাবাজার থানার হাসামপুর পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার ডাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), সিলেটের শাহপরাণ থানাধীন বালুরচর এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫) ও সিলেট কোতোয়ালি থানাধীন ঘাসিটুলা (কেওয়াঘাট) এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. মামুন (২০)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।