র‍‍্যাবের অভিযানে আটক ৫, সঙ্গে মিললো যা

কওমি কণ্ঠ রিপোর্টার :

পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। শনিবার (১ মার্চ) রাতে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার মালিগ্রামের মৃত মছন মিয়ার ছেলে মো. ইসলাম (৪৩), কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. বোরহান উদ্দিন (৩২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সিফাত আলী (৪২), একই থানার সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর ছেলে মো. আনোয়ার মিয়া (৩২) ও রবিউল মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া (২৫)। 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- তাদের একটি টিম শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন আটগ্রাম এলাকা থেকে ১৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইসলামকে আটক করে। 

আরেকটি টিম শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল বাজার এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ মো. বোরহান উদ্দিনকে আটক করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র‍‍্যাব। 

এছাড়া  র‍‍্যাব-৯ এর পৃথক টিম শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজাসহ সিফাত আলী, আনোয়ার মিয়া ও আলমগীর মিয়াকে আটক করে। 

আটকদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।