কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরে কিন ব্রিজের নিচ থেকে শরিফুল ইসলাম (২৮) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সঙ্গে থাকা একটি প্রেসক্রিপশন থেকে শরিফুলের নাম জানা গেলেও পুরো পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, শরিফুল কিন ব্রিজের নিচেই রাত যাপন করতেন ও দিনে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল। সোমবার (৩ মার্চ) দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। পরে সন্ধ্যায় তার নিথর দেহ কিন ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেট কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে জানান- লাশের ময়না তদন্ত হবে। মৃত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে- অসুস্থতার কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন।