কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিশ্বনাথ উপজেলা পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আড়াই বছরের বুশরা আক্তার ওই গ্রামের সাঈদুল হকের মেয়ে।
মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুুরী।
স্থানীয় সূত্র জানায়, বুশরা মঙ্গলবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির উঠোনে খেলছিলো। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে ওই পুকুরে বুশরার লাশ পাওয়া যায়।