ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে মা র ধ র করে টাকা ছিনতাই

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ভ্রাম্যমাণ এক ফল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে মহানগরের আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। 

মারধরে আহত ক্ষুদ্র ব্যবসায়ী এখন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের খালাতো ভাই মো. আব্দুল আহাদ সুমন সোমবার (৩ মার্চ) সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগসূত্রে জানা গেছে, মো. সুহেল আহমদ দীর্ঘ দিন ধরে ভ্যানে করে মহানগরের আম্বরখানা এলাকায় ফল বিক্রি করে আসছেন। বেশ কয়েক দিন ধরে মহানগরের ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা তামীম জায়গীরদার তানীম চাঁদা চেয়ে আসছেন ব্যবসায়ী সুহেলের কাছে। কিন্তু চাঁদা দিতে অসম্মতি জাননোতে শনিবার রাত ১০টার দিকে তানীম ক্ষিপ্ত হয়ে সুহেলকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। 

পরে সুহেলের পরিচিতজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে জানান- এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।