থিয়েটার বাংলা সিলেটের নতুন কমিটি

সিলেটের নাট্য সংগঠন থিয়েটার বাংলার  নতুন কার্যনির্বাহী পরিষদের কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে। শনিবার (৩ মে) সিলেট সারদা হলের  মহড়াকক্ষে বর্তমান আহ্বায়ক কমিটি সভা ডেকে আগামী দুই বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের এ কমিটি গঠন করে দিয়েছেন।

নতুন কমিটির সভাপতি হচ্ছেন মো. তাজুদ মিয়া কামালি ও সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার নির্ঝর। 

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি গোপাল সূত্রধর,সহ-সাধারণ সম্পাদক সমীর দাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দেব, অর্থ-সম্পাদক সঞ্জিব কর পাপ্পু এবং প্রচার ও দপ্তর সম্পাদক জয়ন্ত কুমার দাস। 

পরে প্রধান আহ্বায়ক অপু কুমার সেনাপতি, যুগ্ম আহ্বায়ক মো:তাজুদ মিয়া কামালী ও যুগ্ম আবায়ক গোবিন্দ দেবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ২ বছর জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।