লক্ষাধিক টাকা দেনা, অপহরণ নাটক সাজালেন যুবক

কওমি কণ্ঠ রিপোর্টার :

অনেকেই টাকা পাবেন। কিন্তু দিতে পারছে না। দেনা থেকে বাঁচতে অপহরণ নাটক সাজালেন সিলেটের এক যুবক। তবে শেষ রক্ষা হলো না। পুলিশ তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হাস্তান্তর করেছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার সিলেটর শাহপরাণ থানায় মহানগরের বালুচর এলাকার বাসিন্দা লিটন মিয়া (৪৫) লিখিতভাবে জানান- তার ছেলে রিপন মিয়া (২৬) ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। ২৮ ফেব্রুয়ারি ছেলের ব্যবহৃত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তার হাত-পা বাঁধা একাধিক ছবি বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো হয়। এতে উদ্বীগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। 

বিষয়টি অবগত হওয়ার পর শাহপরাণ থানাপুলিশ তৎপরতা শুরু করে এবং মঙ্গলবার সন্ধ্যায় রিপনকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে  সুস্থ অবস্থায় উদ্ধার করে। 

উদ্ধারের পর রিপন জানায়- তার কাছে অনেকে ১ লাখ ২৫ হাজার টাকা পান। পাওনাদারদের টাকা দিতে না পারায় সে আত্মগোপনে গিয়ে হাত-পা  বাধা ছবি সে নিজেই বাবার ফোনে পাঠায়।

পরে বাবা থানাপুলিশের কাছে ছেলেকে জিম্মায় নেয়ার আবেদন করলে রিপনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ।