- অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তির সহযোগী সিতীশসহ আওয়ামী লীগ অঙ্গ-সংগঠনের ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে মহানগরের তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তারা মাদক সেবন করছিলেন। তাদের সঙ্গে ছিলো অস্ত্রও।
আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিতীশ চন্দ্র নাথ (৫০), জেলা স্বেচ্ছাসেবক কর্মী সুমন কুমার (৫৩) ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুল হোসেন (৫১)।
আটকের বিষয়টি কওমি কণ্ঠাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।