সুনামগঞ্জে স্বাস্থ্যখাতে দুর্নীতি, স্বামী-স্ত্রী কারাগারে

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ সদর হাসপাতালের বহুল আলোচিত ইকবাল হোসেন ও মোছা রেহেনা বেগম দম্পতি দুর্নীতি করে পার পাননি। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার মামলায় তাদেরকে কারাগারে যেতে হয়েছে।

সিলেট মহানগর সিনিয়র স্পেশাল জজ রুকন উজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় চার বছর আগে ইকবাল ও রেহেনা দম্পতির বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে। সিলেট মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দুদকের কৌশলী অ্যাড. লুৎফুল কিবরিয়া শামীম ইকবাল দম্পত্যিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের আলোচিত ইকবাল হোসেন ও তার স্ত্রী রেহেনা বেগম গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট মহানগর সিনিয়র স্পেশাল জজ রুকন উজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর সিনিয়র আইনজীবী একে এম শমিউল আলম তাদের জামিনের পক্ষে আদালতে শুনানি করেন। রাষ্ট্র পক্ষে দুদকের কৌশলী অ্যাড. লুৎফুল কিবরিয়া শামীম শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আগামী ১০ মার্চ সোমবার মামলা দুটির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলে জানা গেছে।