সিলেটে র‍‍্যাবের জালে ভ য়ং ক র ডাকাত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ডাকাতদের টিম লিডারকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।  

সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত ডাকাত দেওয়ান হৃদয় (২৫) চাঁদপুর জেলার মতলব থানার বালুরচর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- এস.এ. পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার ও ড্রাইভার গত ২৩ আগস্ট রাত সোয়া ১১টার দিকে সিলেট মহানগরের নাইওরপুল শাখা হতে প্রতিষ্ঠানটির কাভার্ড ভ্যানে পার্সেল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। রাত সোয়া ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় পৌছালে দুই পাশ থেকে ২টি মোটরসাইলে ৬ জন ও একটি পিকআপ গাড়িতে চারজন তাদের গাড়ির সামনে বেরিকেড দিয়ে থামিয়ে পার্সেলের গাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী মঙ্গলচন্ডী রোডে নিয়ে গিয়ে ১৫-১৬ জন ডাকাত মিলে কাভার্ড ভ্যানের মালামাল ডাকাতি করে নিয়ে যায়। 

এ ঘটনায় পরে এস এ পরিবহনের গাড়ির সুপারভাইজার বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। সেই ডাকাত দলের প্রধান হলেন গ্রেফতারকৃত দেওয়ান হৃদয়। 

গ্রেফতারের পর র‍‍্যাব তাকে ওসমানীনগর থানাপুলিশের কাছে হস্তান্তর করে।

Loading...