নারী কাকে বলে

নারী কাকে বলে
তানিজনা আঁখি

আমার মনে প্রশ্ন জাগে ভাবি একা একা,
নারী দিবস পালন করে হচ্ছেটা কী শেখা?

কোন খুশিতে নারী দিবস পালন করে লোকে,
আট বছরের ছোট্ট শিশু ধর্ষণ হওয়ার শোকে?
নারী দিবস অবুঝ নারীর বিড়ির স্বাধীনতা?
ঘর ছেড়ে দেয় ইচ্ছে করে সেই নারীদের কথা?

এই দেশেতে নারী দিবস পালন কেন করে?
ছোট্ট মেয়ে ভয়ে থাকে একলা একা ঘরে!

দিন-দুপুরে পুরুষ সাজার করছে লড়াই নারী,
পুরুষ আবার নারীর মত পরছে গয়না শাড়ি!

প্রভুর দেওয়া বিধান ছেড়ে শতেক নারী চলে,
ভুলেই গেছে দেশের মানুষ নারী কাকে বলে।


লেখিকা :
শিক্ষিকা, প্রাবন্ধিক ও ছড়াকার