কওমি কণ্ঠ ডেস্ক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসদরের বাঁশমহাল সংলগ্ন নৌ টার্মিনাল এলাকায় সরকারি পরিত্যাক্ত একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
ধারনা করা হচ্ছে- উদ্ধারকৃত মরদেহটি কয়েকদিনের পুরানো।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয়দের বরাতে বিষয়টি জানার পর আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শেদ সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মুর্শেদ সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি অবগত হবার পর আমরা মহিলার মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- বয়স ৫০ বছরের উর্ধে হবে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। দেহের অনেকটাই পঁচে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।