সিলেটের আসামি ঢাকায় র‍‍্যাবের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

ঢাকায় র‍‍্যাবের জালে ধরা পড়েছেন সিলেটের ধর্ষণ ও পর্নগ্রাফি মামলার এক আসামি। র‍‍্যাব-১ ও র‍‍্যাব-৯ এর যৌথ অভিযানে এ আসামিকে রবিবার (৯ মার্চ) বিকালে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাসান আহমেদ (২৮) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাজনামহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে। তবে তিনি সিলেট মহানগরের বাগবাড়ি এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। 

সোমবার (১০ মার্চ) রাতে এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম  সোহাগ।