পার্কে অসামাজিক কাজ, প্রতিহত করলেন তাওহিদি জনতা

কওমি কণ্ঠ রিপোর্টার :

দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড়ে ‘জীবনমহল’ নামক বিনোদন পার্কে দীর্ঘদিন ধরে চলছিলো অসামাজিক কাজ। সম্প্রতি এ পার্কে অসামাজিক কর্মকাণ্ডের সময় প্রশাসন অভিযান চালায়। এসময় জরিমানা করা হয় পার্ক কর্তৃপক্ষকে, মামলাও করা হয়। 

তবু সেখানে থামেনি অসামাজিক কার্যকলাপ। ফলে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে তাওহিদি জনতা প্রতিবাদ করতে গেলে পার্ক কর্তৃপক্ষ হামলা চালালে তারা পার্কে ভাঙচুর চালান। এসময় সেখানে অগ্নিসংযোগও করা হয়।

গত সপ্তাহে বিরল মডেল মসজিদের সামনে তাওহিদি জনতা সভা করে এবং বৃহস্পতিবার পার্কের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেন। তবে পার্ক কর্তৃপক্ষ একই সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ডাকে এবং তাওহিদি জনতার উপর হামলা করে।

তাওহিদি জনতার পক্ষে হাফিজুর রহমান জানান- পার্কের মালিক আনোয়ার হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ এবং দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। তারা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলেন। তবে আনোয়ার হোসেনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাদের সাতজনকে আহত করেছে।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে সেখানে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে প্রশাসন অভিযান চালায়। মামলা করা হয়, জরিমানাও হয়েছে। আজ (বৃহস্পতিবার) স্থানীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন। তারা কোনো ঝামেলায় না জড়ানোর প্রতিশ্রুতি দেন। তবে আনোয়ার বাইরে থেকে লোক এনে তাদের ওপর ঢিল ছুড়েছেন। তখন তারাও আক্রমণ করেছেন।

তিনি বলেন, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হলে কিংবা মামলা করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।