প্রাইভেট মাদরাসাগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের (বিএমএ) আয়োজনে ইসলামী শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মানোন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত ৮নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে মুফতী নাসিরুদ্দীন কাসেমীর সভাপতিত্বে ও মাঈনুদ্দীন ওয়াদুদের উপস্থাপনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিএমএ কাফরুল থানার আহ্বায়ক হাফেজ মাওলানা মাহমুদুল আরিফিন। নাশিদ পরিবেশন করেন তামাদ্দুন সাংস্কৃতিক সংসদের শিল্পী রবিউল আউয়াল রবিন ও ইফতেখার আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ,ভারত)-এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী দা.বা.। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মুফতী আবদুল কাইয়ুম সোবহানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজ মিরপুর-জোনের (পূর্ব) সভাপতি মুফতী সানাউল্লাহ, বিএমএ-এর নবনির্বাচিত সভাপতি মুফতী আবদুল হামিদ গাওহারী, যুগান্তরের সাব-এডিটর মুফতী তানজিল আমির। বিএমএ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা খালেকুজ্জামান তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইলম নয় আমলই মূল। আমাদেরকে আমলে মনোযোগী হতে হবে। একই সঙ্গে তিনি বিএমএ-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে ধারাবাহিক উন্নতির জন্য দোয়া করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে প্রথম তিনজনের নাম উল্লেখ করেন। সভাপতি মুফতী আবদুল হামিদ গাওহারী, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমএ-এর নবনির্বাচিত সদস্য মাওলানা আহসান হাবিব, মাওলানা মুয়াজ্জম হোসাইন, মাওলানা আবুবকর বিন রাশেদ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাহমানী, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে থানা কমিটির প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এছাড়াও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও মাদরাসার মুহতামিমরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ পর্ব শেষে দুপুর ১টায় মহতি এই আলোচনা সভার সমাপ্তি ঘটে।